1. monirabdullah83@gmail.com : admin2020 :
  2. editor@newsteknuf.com : News Teknuf : News Teknuf
সোমবার, ০৩ অগাস্ট ২০২০, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মুজিব বর্ষ উপলক্ষে টেকনাফে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শাহ পরীর দ্বীপবাসীকে এসআই দীপক বিশ্বাসের ঈদুল আযহার শুভেচ্ছা টেকনাফে সীমানা বিরোধের জেড় ধরে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যাচেষ্টা টেকনাফে ওসির নাম ভাঙ্গিয়ে চাঁদা আদায়ের অভিযোগে আটক-৩ টেকনাফে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে টেকনাফে একদিনেই চার ইয়াবা কারবারির প্রাণনাশ শাহপরীর দ্বীপে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন টেকনাফে বন্দুকযুদ্ধে ২ পাচারকারী নিহত, ২ লক্ষ ১০ হাজার ইয়াবাসহ অস্ত্র ও গুলি উদ্ধার টেকনাফে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত রশিদ উল্লাহ নিহত

জিদানই ফ্রান্সের পরবর্তী কোচ: দেশম

নিউজ টেকনাফ ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯
  • ১৮০ বার পড়া হয়েছে

এল ক্লাসিকোয় ক্যাম্প ন্যু থেকে সমতা নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। জয়ের সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত গোল করে ম্যাচ নিজেদের করে নিতে পারেননি জিদানের দল। কিন্তু তিনি এসে আবার রিয়ালের চেহারা বদলে দিয়েছেন সেটা প্রমাণ করেছেন। এল ক্লাসিকোয় বার্সার মাঠে সর্বশেষ পাঁচ ম্যাচে অপরাজিত তিনি। জিদানকে তাই জায়ান্ট কোচ বলে আখ্যা দিয়েছে সংবাদ মাধ্যম মার্কা।

ওদিকে সাফল্য এবং কৌশল বিবেচনায় জিদানকেই ফ্রান্সের পরবর্তী কোচ হিসেবে দেখছেন দেশটির বিশ্বকাপ জয়ী কোচ দিদিয়ের দেশম। রাশিয়া বিশ্বকাপে এমবাপ্পে-গ্রিজম্যানদের নিয়ে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো এই কোচ বলেন, ‘ফ্রান্সের পরবর্তী কোচ হতে পারে জিজু। আজ হোক কিংবা কাল এগিয়ে থাকবে সেই।’

দিদিয়ের দেশম ফ্রান্সের সঙ্গে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত নতুন চুক্তি স্বাক্ষর করেছেন। রাশিয়া বিশ্বকাপের পর এখন তার চোখ আগামী বছরের ইউরোতে। ফ্রান্স আবার ইউরোতে মরণকূপে পড়েছে। জিদানকে তার উত্তরসূরি হিসেবে দেখলেও নিজের কাজেই মনোযোগ দিচ্ছেন দেশম, ‘কোচিং করানোর কোন বয়স থাকে না। দলকে ভালো ফল এনে দিলেই কেবল আপনি টিকে থাকবেন।’

এল ক্লাসিকোয় ক্যাম্প ন্যু থেকে সমতা নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। জয়ের সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত গোল করে ম্যাচ নিজেদের করে নিতে পারেননি জিদানের দল। কিন্তু তিনি এসে আবার রিয়ালের চেহারা বদলে দিয়েছেন সেটা প্রমাণ করেছেন। এল ক্লাসিকোয় বার্সার মাঠে সর্বশেষ পাঁচ ম্যাচে অপরাজিত তিনি। জিদানকে তাই জায়ান্ট কোচ বলে আখ্যা দিয়েছে সংবাদ মাধ্যম মার্কা।

ওদিকে সাফল্য এবং কৌশল বিবেচনায় জিদানকেই ফ্রান্সের পরবর্তী কোচ হিসেবে দেখছেন দেশটির বিশ্বকাপ জয়ী কোচ দিদিয়ের দেশম। রাশিয়া বিশ্বকাপে এমবাপ্পে-গ্রিজম্যানদের নিয়ে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো এই কোচ বলেন, ‘ফ্রান্সের পরবর্তী কোচ হতে পারে জিজু। আজ হোক কিংবা কাল এগিয়ে থাকবে সেই।’

দিদিয়ের দেশম ফ্রান্সের সঙ্গে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত নতুন চুক্তি স্বাক্ষর করেছেন। রাশিয়া বিশ্বকাপের পর এখন তার চোখ আগামী বছরের ইউরোতে। ফ্রান্স আবার ইউরোতে মরণকূপে পড়েছে। জিদানকে তার উত্তরসূরি হিসেবে দেখলেও নিজের কাজেই মনোযোগ দিচ্ছেন দেশম, ‘কোচিং করানোর কোন বয়স থাকে না। দলকে ভালো ফল এনে দিলেই কেবল আপনি টিকে থাকবেন।’

এল ক্লাসিকোয় ক্যাম্প ন্যু থেকে সমতা নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। জয়ের সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত গোল করে ম্যাচ নিজেদের করে নিতে পারেননি জিদানের দল। কিন্তু তিনি এসে আবার রিয়ালের চেহারা বদলে দিয়েছেন সেটা প্রমাণ করেছেন। এল ক্লাসিকোয় বার্সার মাঠে সর্বশেষ পাঁচ ম্যাচে অপরাজিত তিনি। জিদানকে তাই জায়ান্ট কোচ বলে আখ্যা দিয়েছে সংবাদ মাধ্যম মার্কা।

ওদিকে সাফল্য এবং কৌশল বিবেচনায় জিদানকেই ফ্রান্সের পরবর্তী কোচ হিসেবে দেখছেন দেশটির বিশ্বকাপ জয়ী কোচ দিদিয়ের দেশম। রাশিয়া বিশ্বকাপে এমবাপ্পে-গ্রিজম্যানদের নিয়ে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো এই কোচ বলেন, ‘ফ্রান্সের পরবর্তী কোচ হতে পারে জিজু। আজ হোক কিংবা কাল এগিয়ে থাকবে সেই।’

দিদিয়ের দেশম ফ্রান্সের সঙ্গে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত নতুন চুক্তি স্বাক্ষর করেছেন। রাশিয়া বিশ্বকাপের পর এখন তার চোখ আগামী বছরের ইউরোতে। ফ্রান্স আবার ইউরোতে মরণকূপে পড়েছে। জিদানকে তার উত্তরসূরি হিসেবে দেখলেও নিজের কাজেই মনোযোগ দিচ্ছেন দেশম, ‘কোচিং করানোর কোন বয়স থাকে না। দলকে ভালো ফল এনে দিলেই কেবল আপনি টিকে থাকবেন।’

এল ক্লাসিকোয় ক্যাম্প ন্যু থেকে সমতা নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। জয়ের সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত গোল করে ম্যাচ নিজেদের করে নিতে পারেননি জিদানের দল। কিন্তু তিনি এসে আবার রিয়ালের চেহারা বদলে দিয়েছেন সেটা প্রমাণ করেছেন। এল ক্লাসিকোয় বার্সার মাঠে সর্বশেষ পাঁচ ম্যাচে অপরাজিত তিনি। জিদানকে তাই জায়ান্ট কোচ বলে আখ্যা দিয়েছে সংবাদ মাধ্যম মার্কা।

ওদিকে সাফল্য এবং কৌশল বিবেচনায় জিদানকেই ফ্রান্সের পরবর্তী কোচ হিসেবে দেখছেন দেশটির বিশ্বকাপ জয়ী কোচ দিদিয়ের দেশম। রাশিয়া বিশ্বকাপে এমবাপ্পে-গ্রিজম্যানদের নিয়ে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো এই কোচ বলেন, ‘ফ্রান্সের পরবর্তী কোচ হতে পারে জিজু। আজ হোক কিংবা কাল এগিয়ে থাকবে সেই।’

দিদিয়ের দেশম ফ্রান্সের সঙ্গে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত নতুন চুক্তি স্বাক্ষর করেছেন। রাশিয়া বিশ্বকাপের পর এখন তার চোখ আগামী বছরের ইউরোতে। ফ্রান্স আবার ইউরোতে মরণকূপে পড়েছে। জিদানকে তার উত্তরসূরি হিসেবে দেখলেও নিজের কাজেই মনোযোগ দিচ্ছেন দেশম, ‘কোচিং করানোর কোন বয়স থাকে না। দলকে ভালো ফল এনে দিলেই কেবল আপনি টিকে থাকবেন।’

শেয়ার করুন

More News Of This Category
© All rights reserved © 2020 Newsteknaf
Theme Developed BY ThemesBazar.Com